ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সাবেক সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বাবুসহ ২ হাজার ৩৫৫ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) মধ্যরাতে মামলা দুটি করা হয়।
মুক্তাগাছা পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম শহীদ বাদী হয়ে একটি এবং উপজেলার ৮ নম্বর দাওগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাগুলো করেন। দুই মামলায় মোট ১৫৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২ হাজার ৩৫৫ জনকে আসামি করা হয়।
উল্লেখযোগ্য আসামিরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি কেএম খালিদ বাবু এবং সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সভাপতি আরব আলী, ৯ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ২ হাজার ৩৫৫ জন। এই দুটি মামলাতেই সাবেক প্রতিমন্ত্রীকে এক নম্বর আসামি করা হয়েছে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।