রাজবাড়ীতে সাবেক মন্ত্রীপুত্রসহ ৫৪ জনের বিরুদ্ধে ৩ মামলা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে

রাজবাড়ী-২ আসনের এমপি ও সাবেক রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিমের পুত্র মিতুল হাকিম, সাবেক পৌর মেয়র আব্দুল্লাহ আল মাসুদ বিশ্বাসসহ ৫৪ জন আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক ৩টি মামলা হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) রাজবাড়ীর পাংশা আমলী আদালত ও দ্রুত বিচার আদালতে মামলা তিনটি করা হয়েছে।

পাংশা পৌরসভার মাগুরাডাঙ্গি গ্রামের নজরুল ইসলামের ছেলে সুমন খন্দকার বাদী হয়ে জিল্লুল হাকিমের ছেলে মিতুল হাকিমসহ ৩১ জনসহ অজ্ঞাতনামা ২০-২৫জন, একই গ্রামের আব্দুল আজিজ খানের ছেলে মাসুদ রানা জনি বাদী হয়ে ১৭ জনসহ অজ্ঞাতনামা ২০-২৫ জন, গুধিবাড়ী গ্রামের আব্দুল করিম মোল্যার ছেলে আজিজুল ইসলাম রাজা বাদী হয়ে ৬ জনসহ অজ্ঞাতনামা ২০-২৫ জন।

রাজবাড়ী আদালতের অ্যাডভোকেট জাহিদ উদ্দিন মোল্যা বলেন, মাসুদ রানা জনির মামলাটি ওসি ডিবি, আজিজুল ইসলামের মামলাটি ওসি পাংশা ও সুমন খন্দকারের মামলাটি পিবিআইকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

  • মামলা
  • রাজবাড়ী
  • #