গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ফরিদ হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১টার দিকে টঙ্গীর এরশাদনগর (টেকবাড়ি) সড়কের প্রবেশমুখে এ ঘটনা ঘটে। নিহত ফরিদ হোসেন নোয়াখালীর সোনাগাজী উপজেলার বগাদানা গ্রামের জামাল হোসেনের ছেলে। তিনি টঙ্গীর গাজীপুরা মোল্লাবাড়ি এলাকার মসজিদ রোডে পরিবার নিয়ে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এরশাদনগর সড়কের প্রবেশমুখে ফরিদকে গুরুতর অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল দিয়ে তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায় তারা। ওই হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। দুর্বৃত্তরা ফরিদকে ছুরিকাঘাত করে মহাসড়কের পাশে ফেলে যায়।
শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মৌসুমি দাস বলেন, রাত সোয়া ১টার দিকে ফরিদকে হাসপাতালে নিয়ে আসেন লোকজন। হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয়। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে।
টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।